Saturday, 14 October 2017

'ব্রহ্মপুত্র নদ' একদিকে যেমন অামাদের উদার হতে শিখিয়েছে

 
'ব্রহ্মপুত্র নদ' একদিকে যেমন অামাদের উদার হতে শিখিয়েছে, অপরদিকে অামাদেরকে বানিয়েছে মঙ্গাপীরিত।
এবারের শুষ্ক মৌসুমে যদি নদী শাসনে একটা কার্যকরী ব্যবস্থা নেয়া যায়, তাহলে অবশ্যই মঙ্গা কথাটি থেকে বের হয়ে অাসা সম্ভব।
অাসুন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ঝড় তুলি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি অাকর্ষণ করে নিজেদের অধিকার অাদায়ে লড়াই করে যাই।


No comments:

Post a Comment