![]() |
মোহনগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে সংশ্লিষ্ট ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল বারী সরকার, জাতীয় পার্টি নেতা ইউপি সদস্য আব্দুল মান্নান ও দুলাল হোসেনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।
আওয়ামী লীগে নতুনদের বরণ শেষে বিশাল জনসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি আমিনুল ইসলাম ওরফে মঞ্জু মণ্ডল, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জাফর আলী, জেলা আওয়ামী লীগ নেতা এম এ করিম। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাই সরকার, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিউল আলম, আওয়ামী লীগ নেতা আজিম উদ্দিন, যোগদানকৃদের মধ্যে আব্দুল বারী সরকার, আব্দুল মান্নানসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।