মোঃ
জাহিদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম
প্রতিষ্ঠা বার্ষিকী আজ । সারা দেশের ন্যায় কুড়িগ্রামের রাজিবপুরেও সুষ্ঠ
স্বাভাবিক ভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে রাজিবপুর উপজেলা ছাত্রলীগ ।
সকাল ৯ টার দিকে পতাকা উত্তোলন করা হয়, এরপর একটি আনন্দ রেলি বের করে
উপজেলা শহর প্রদর্শন করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত আলোচনা করেন
। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের
ব্যবস্থা করা হয় । প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা জনাব আব্দুল
হাই কমান্ডার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শফিউল আলম, সাধারণ
সম্পাদক, রাজিবপুর উপজেলা আওয়ামী লীগ । উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন
মোঃ সাইদুল রহমান, সভাপতি, মোঃ মেহেদী হাসান তারেক, সাধারণ সম্পাদক,
বাংলাদেশ ছাত্রলীগ রাজিবপুর উপজেলা শাখা । আরও উপস্থিত ছিলেন মোঃ আব্দুর
রহমান সাইদুর , সভাপতি ও মোঃ জুয়েল রানা , সাধারণ সম্পাদক বাংলাদেশ
ছাত্রলীগ রাজিবপুর ইউনিয়ন শাখা । এছাড়াও অঙ্গসংগঠনের বিশেষ ব্যক্তিরা
ছাড়াও আরো অনেকেই উপস্থিত ছিলেন ।
Pages
- Home
- খেলাধুলা
- বিনোদন
- স্বাস্থ্য টিপস
- তথ্য-প্রযুক্তি
- আন্তর্জাতিক
- সমগ্র বাংলাদেশ
- খোলা কলাম
- রাজনীতি
- শিক্ষা-ক্যাম্পাস
- আবহাওয়ার খবর
- বিদ্যুৎ ও জ্বালানী
- চিত্র-বিচিত্র
- PDF Book Library ( Rajibpur )
- Youth Pariament
- PhotoGraphy(Rajibpur)
- Rajibpur Videos
- E-Book ( Rajibpur )
- কবিতা-ছড়া
- গল্প
- কৌতুক
- শিক্ষনীয়
- Update Services
Showing posts with label সাম্প্রতিক খবর. Show all posts
Showing posts with label সাম্প্রতিক খবর. Show all posts
Tuesday, 5 January 2021
Sunday, 15 April 2018
রাজিবপুরে সমাজ সেবক এবং আউটসোর্সিং সফল ব্যক্তিদের সংবর্ধনা দিল বীর প্রতীক তারামন বিবি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন – রাজিবপুর
রাজিবপুরে সমাজ সেবক এবং আউটসোর্সিং সফল ব্যক্তিদের সংবর্ধনা দিল বীর প্রতীক তারামন বিবি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন – রাজিবপুর |
Outsourcing Award 2018-19
রাজিবপুরের তথ্য ও প্রযুক্তি এবং বেকার
হ্রাস করার জন্য এমন উৎসাহী উদ্যোগ গ্রহন করা হয়েছে ।গত বছর Outsourcing
Award ২০১৭ তে আমরা ২ জনকে দেওয়া হয়েছিল । এবার Outsourcing Award ২০১৮-১৯
তে ৩ জনকে দেওয়া হচ্ছে । এতে করে অনেকে Outsourcing সম্পর্কে জানতে পারবে
এবং উৎসাহী হবে ।
উৎসাহ যোগানোর জন্য বীর প্রতীক তারামন বিবি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন – রাজিবপুর বিভিন্ন ভাবে সবসময় পাশে থাকে । স্বপ্ন দেখে ডিজিটাল রাজিবপুরের ।
===============================================
Social Worker Award 2018-19
উৎসাহ যোগানোর জন্য বীর প্রতীক তারামন বিবি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন – রাজিবপুর বিভিন্ন ভাবে সবসময় পাশে থাকে । স্বপ্ন দেখে ডিজিটাল রাজিবপুরের ।
===============================================
Social Worker Award 2018-19
রাজিবপুরকে
এগিয়ে নিতে হলে কিছু সমাজ সেবক মানুষ প্রয়োজন । সমাজ সেবাই সবাইকে উৎসাহী
করার জন্য এই উদ্যোগ গ্রহন করা হয়েছে । এবার Social Worker Award 2018-19
তে ২৫ জনকে দেওয়া হচ্ছে । প্রতিবছর করার চিন্তা ভাবনা চলছে ।
আজ পহেলা বৈশাখ উপলক্ষে ১ম পর্ব সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
** Social Worker – সমাজ সেবক ২০১৮-১৯১. মো: সুজন মাহমুদ নূর
২. সাকিব মাহমুদ সজিব
৩. জি এস নবির
৪. মুহিত
৫. রেদওয়ান
৬. মো: সুজন মাহমুদ
০৭. হিরো আহমেদ
০৮. মোস্তফা কামাল
০৯. সৌরভ আহমেদ
** আউটসোর্সিং উপর পুরস্কার ২০১৮-১৯
১. মাসুদুর রহমান
২. রাজু আহমেদ
২য় পর্ব সংবর্ধনা হবে ঈদের পূর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে ।
আরও মোট ১৭ জনকে সংবর্ধনা দেওয়া হবে ।
Monday, 2 April 2018
জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস ও বাল্য বিবাহকে শিক্ষার্থীদের লালকার্ড
জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস ও বাল্য বিবাহকে শিক্ষার্থীদের লালকার্ড |
স্থানীয় প্রতিনিধি: জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস ও বাল্য বিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে লালকার্ড প্রদর্শন করেছে রাজীবপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (২৮ মার্চ) স্কুল মাঠে ওই কর্মসূচির আয়োজন করা হয়। এতে সহযোগিতা করেন মুক্তির ডাক বাংলাদেম নামের একটি সেচ্ছাসেবী সংগঠন।
কর্মসূচির শুরুতে একটি র্যালিতে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। র্যালি শেষে স্কুল মাঠে শিক্ষার্থীরা লাল কার্ড প্রদর্শন করে সমাজ থেকে জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস ও বাল্য বিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার শপথ নেয়। এত স্কুলের বিভিন্ন শ্রেণীর সকল শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করে।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু হান্নান সিদ্দিক বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস ও বাল্য বিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করতেই এই লালকার্ড প্রদর্শন কর্মসূচি পালন করা হয়েছে।
Thursday, 30 November 2017
রাজিবপুর উপজেলা ছাত্রলীগের নব নির্বাচিত নতুন কমিটি
![]() |
সাধারণ সম্পাদক- Md.Mehedi Hasan( Tarek) |
![]() |
সভাপতি- Md.Saidur Rahman (Sayed) |
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUewtCvgMkBwXK05EjDMdnmmXPTtUIfKyOfxx-0bpb-t46ok7SHAnF_IOZTRf2ICjGJReKPb9_SOzYLei28x3WN7e3Hcppt4NI09uEEUhr8dZxLWAZxSjmxiT3zJD0Jn0CLd0jAMuO1s8/s320/24131446_1541844709239792_6344828079985206385_n.jpg)
রাজিবপুর উপজেলা ছাত্রলীগের নব নির্বাচিত..
সভাপতি- Md.Saidur Rahman (Sayed)সাধারণ সম্পাদক- Md.Mehedi Hasan( Tarek)
Saturday, 28 October 2017
আজ আনুষ্ঠানিক ভাবেই যাত্রা শুরু করল , ইতিহাস বাচাঁও মুক্ত অঞ্চল বাচাঁও
আজও স্বীকৃতির অপেক্ষায় দেশের প্রথম মুক্তাঞ্চল বাংলাদেশের সর্ব
উত্তরপূর্বের উপজেলা রাজিবপুর রৌমারী ও দেওয়ানগঞ্জ (আংশিক ) । ১৯৭১ সালে
ছাত্রদের নেতৃত্বে স্বাধীনতার পক্ষে প্রথম মিছিল বের হয় এখান থেকে , আর
বাংলাদেশের এক মাত্র জায়গা যেখান পাকবাহিনী আক্রমণ করার সুযোগ পাইনি আর
সেই সুবাদে মুক্তিবাহিনীদের প্রশিক্ষণ দেওয়ার মুল ঘাটি ছিল
।স্বাধীনতার কয়েক যুগ পেরিয়ে গেলেও এখনো স্বীকৃতির অপেক্ষা করছেন মুক্ত
অঞ্চলটি । দেশে প্রথম বিজয়ের প্রভাতে নিঃশ্বাস নেওয়া এই অঞ্চলের লাখো মানুষের
দাবিও এখন এটি। এই এলাকাটি এখন নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে দেখার
কেউ নেই । তাই আজ আনুষ্ঠানিক ভাবেই যাত্রা শুরু করল , ইতিহাস বাচাঁও
মুক্ত অঞ্চল বাচাঁও । সংগঠনের প্রাথমিক ভাবে আহ্বায়ক করা হযেছে
জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্বা কমান্ডার জনাব আব্দুল হাই
সরকার যুগ্ম আহ্বায়ক ফারুক আজিজ যুগ্ম আহ্বায়ক আজিম উদ্দিন
মাষ্টার, পূর্ণাঙ্গ কমিটি এলাকার সুধী ও সকল ব্যক্তিদের সাথে আলোচনার
মাধ্যমে সংগঠনের যাত্রা শুরু করা হবে, আমরা জয়ী হবো ইনশআল্লাহ......
মনোবল ও দীর্ঘ বিশশাস এর সাথে এগিয়ে জেতে হবে।
Saturday, 14 October 2017
'ব্রহ্মপুত্র নদ' একদিকে যেমন অামাদের উদার হতে শিখিয়েছে
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgebFgHkqbn3goo2Ui7u8ZIpO8tQ-TR_DdUFOIko92Jga4ejvg8t07uA_cK2GbKcrwWuCc_Fj-gufRslBv4lRbBkYKgRwawtBSnUNNYZ5Bf14_uE6kHY0TwTSeBnQmfVnRxe1x1jh3EMsF1/s640/hhjjk.jpg)
'ব্রহ্মপুত্র নদ' একদিকে যেমন অামাদের উদার হতে শিখিয়েছে, অপরদিকে অামাদেরকে বানিয়েছে মঙ্গাপীরিত।
এবারের শুষ্ক মৌসুমে যদি নদী শাসনে একটা কার্যকরী ব্যবস্থা নেয়া যায়, তাহলে অবশ্যই মঙ্গা কথাটি থেকে বের হয়ে অাসা সম্ভব।
অাসুন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ঝড় তুলি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি অাকর্ষণ করে নিজেদের অধিকার অাদায়ে লড়াই করে যাই।Thursday, 12 October 2017
দিয়েছি মুক্তিরডাক,দিয়েছি অস্তিত্ব রক্ষার ডাক,দিয়েছি মানবতার ডাক, এই ডাক আমার নয়, ১০ লক্ষ অধিকার বঞ্চিত মানুষ এর ডাক - ম ন ফ বিদ্যুত সরকার
দিয়েছি
মুক্তিরডাক,দিয়েছি অস্তিত্ব রক্ষার ডাক,দিয়েছি মানবতার ডাক, এই ডাক আমার নয়, ১০ লক্ষ অধিকার বঞ্চিত মানুষ এর ডাক, ১০ লক্ষ মানুষদের মধ্যে আমি ১ জন মাত্র । অতি
ক্ষুদ্র
মানুষ
আমি,
যদি
সকলের
সহযোগীতা
পাই
আমি
নিশ্চিত
যে
মহান
আল্লাহ
আমাদের
জয়ী
করবেন।
নিশ্চয়ই মহান
আল্লাহ
ভালো
কাজে
মুখ
ফিরিয়ে
নেন
না ।
ইতি মধ্যে
আমি
উপজেলা
আওয়ামীলীগ
পরিবার
রাজিবপুর
ও
বীর
প্রতিক
তারামন
বিবি
স্টুডেন্টস
ওয়েলফেয়ার
dvD‡Ûkb, Unity@একতা,
ঢাকাস্থ
রাজীবপুর
রৌমারি
ছাত্র
কল্যাণ
সমিতি
ও
মুক্তাঞ্চল
এর
বিভিন্ন
সেচ্ছাসেবী
সংগঠন
ও
জামালপুরের
পক্ষ
থেকে
বাংলাদেশ
এ্যাডিশন
ফাউন্ডেশন
এর
নেতা
কর্মী
গন
আমাকে
উৎসাহিত
করেছেন,অসংখ্য মানুষজন,আমার স্নেহের ছোট ভাই বোনেরা আমাকে অনুপ্রাণিত
করেছেন
ফোন
কলের
মাধ্যমে
।।।
আমি
কৃতজ্ঞ
সবার
প্রতি।
আমাদের জয়
হবে,
মাননীয়
প্রধানমন্ত্রী
মানবতার
মা,
দেশরত্ন
শেখ
হাসিনা
র
কান
পর্যন্ত
আমাদের
কান্না
কন্ঠ
পৌছালেই
আমরা
সফল
হবো
ইনশাআল্লাহ
আমি
এই
বিশ্বাস
রাখি।
আমরা একে
অপর
কে
এই
ব্যাপার
টা
জানালে
ভালো
হবে।।।আমি
কাজ
করে
যাচ্ছি
উপযুক্ত
সময়
ক্ষন
সবার
সাথে
বিবেচনা
করে
জানানো
হবে,ধন্যবাদ।
ম
ন
ফ
বিদ্যুত
সরকার
নদী
ভাঙন
প্রতিরোধ
নাগরিক
জোট
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhr3jT7KBDONLDai9OPB26gnDvKn2hBaElmO3FjnqN1qKrRe8zATAYYRsoI2aCUVRicDZ1T2p3NmNaSva9CIUJXq4KgVPEyX2nS5EvOcATb16zOKN9B6sVFF5EvFetI3dpq_6Pt_M2rV5QU/s640/21458540_1225114757594538_668961814_o.jpg)
Subscribe to:
Posts (Atom)