Thursday 12 October 2017

ঢাকায় মানববন্ধন করতে চায় :কুডিগ্রাম নদী ভাঙন রোধ কমিটি - মো : সোহেল রানা স্বপ্ন



ঢাকায় মানববন্ধন করতে চায় :কুডিগ্রাম নদী ভাঙন রোধ কমিটি । দরিদ্র ও নিচু অঞ্চলের মধ্যে সবার আগে যে অঞ্চলের নাম শোনা যায় তার মধ্যেই কুডিগ্রামের নামটি সবার আগে চলে আসে , রাজিবপুর উপজেলা মোহন গঞ্জ ইউনিয়ন এর কোথায় বাকি আছে ? যেখানে নদী ভাংঙ্গেনী, স্কুল , মসজিদ , রাস্তা , বাজার এবং কি মানুষের শেষ সম্বল পুর্ব পুরুষের দেয়া বসত ভিটে পর্যন্ত ভেঙে চুরমার হয়ে নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, অসহায় মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে রাজনীতি করছে বিভিন্ন দলের নেতারা কিন্তু নেতাদের এটা বোধগম্য হচ্ছে না যে , এলাকা না থাকলে আপনি কোথায় রাজনৈতি করবেন কাদের নিয়ে রাজনৈতি করবেন? ? আসুন অস্তিত্ব থাকতে টিকে থাকার লড়াই শুরু করি . ঘুম পাড়ানির মাসি পিসি গান আর ঐ অসহায় মানুষ গুলো শুনতে চায় না , আসুন দল বল জাত ধর্ম নির্বিশেষে কাধে কাধ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে নদীর ভাঙনের থাবা থেকে নিজেদের রক্ষা করি , এর জন্য জরুরী ঐক্য ও সৎ সাহস, ঢাকায় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করতে চাই . সবাই মানববন্ধনের জন্য তৈরি থাকুন । সবার সম্মিলিত প্রচেষ্টাই পারে অধিকার আদায় করতে । 
এমন তথ্যই জানিয়েছেন কুডিগ্রাম নদী ভাঙন রোধে কমিটির কনভেনর মো : সোহেল রানা স্বপ্ন

No comments:

Post a Comment