Monday 2 April 2018

জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস ও বাল্য বিবাহকে শিক্ষার্থীদের লালকার্ড

জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস ও বাল্য বিবাহকে শিক্ষার্থীদের লালকার্ড

স্থানীয় প্রতিনিধি: জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস ও বাল্য বিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে লালকার্ড প্রদর্শন করেছে রাজীবপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (২৮ মার্চ) স্কুল মাঠে ওই কর্মসূচির আয়োজন করা হয়। এতে সহযোগিতা করেন মুক্তির ডাক বাংলাদেম নামের একটি সেচ্ছাসেবী সংগঠন।

কর্মসূচির শুরুতে একটি র‌্যালিতে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। র‌্যালি শেষে স্কুল মাঠে শিক্ষার্থীরা লাল কার্ড প্রদর্শন করে সমাজ থেকে জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস ও বাল্য বিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার শপথ নেয়। এত স্কুলের বিভিন্ন শ্রেণীর সকল শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করে।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু হান্নান সিদ্দিক বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস ও বাল্য বিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করতেই এই লালকার্ড প্রদর্শন কর্মসূচি পালন করা হয়েছে।

No comments:

Post a Comment