Saturday 28 October 2017

আজ আনুষ্ঠানিক ভাবেই যাত্রা শুরু করল , ইতিহাস বাচাঁও মুক্ত অঞ্চল বাচাঁও

আজও স্বীকৃতির অপেক্ষায় দেশের প্রথম মুক্তাঞ্চল বাংলাদেশের সর্ব উত্তরপূর্বের উপজেলা রাজিবপুর রৌমারী ও দেওয়ানগঞ্জ (আংশিক ) । ১৯৭১ সালে ছাত্রদের নেতৃত্বে স্বাধীনতার পক্ষে প্রথম মিছিল বের হয় এখান থেকে , আর বাংলাদেশের এক মাত্র জায়গা যেখান পাকবাহিনী আক্রমণ করার সুযোগ পাইনি আর সেই সুবাদে মুক্তিবাহিনীদের প্রশিক্ষণ দেওয়ার মুল ঘাটি ছিল ।স্বাধীনতার কয়েক যুগ পেরিয়ে গেলেও এখনো স্বীকৃতির অপেক্ষা করছেন মুক্ত অঞ্চলটি । দেশে প্রথম বিজয়ের প্রভাতে নিঃশ্বাস নেওয়া এই অঞ্চলের লাখো মানুষের দাবিও এখন এটি। এই এলাকাটি এখন নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে দেখার কেউ নেই । তাই আজ আনুষ্ঠানিক ভাবেই যাত্রা শুরু করল , ইতিহাস বাচাঁও মুক্ত অঞ্চল বাচাঁও । সংগঠনের প্রাথমিক ভাবে আহ্বায়ক করা হযেছে জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্বা কমান্ডার জনাব আব্দুল হাই সরকার যুগ্ম আহ্বায়ক ফারুক আজিজ যুগ্ম আহ্বায়ক আজিম উদ্দিন মাষ্টার, পূর্ণাঙ্গ কমিটি এলাকার সুধী ও সকল ব্যক্তিদের সাথে আলোচনার মাধ্যমে সংগঠনের যাত্রা শুরু করা হবে, আমরা জয়ী হবো ইনশআল্লাহ......  
মনোবল ও দীর্ঘ বিশশাস এর সাথে এগিয়ে জেতে হবে।



 


No comments:

Post a Comment