Tuesday 10 October 2017

দায়িত্বশীলদের কারনে এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে ,সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ - Leaderof Muktoanchal

 

রাজিবপুর থানার অন্তর্গত মোহনগঞ্জ ইউনিয়নের বাজার সহ প্রায় ৭০ভাগ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দায়িত্বশীল যারা রয়েছেন তাদের কাছে করজোর অনুরোধ যতটুকু অর্থ বরাদ্দ আপনারা পান তা দিয়ে যথাসাধ্য চেষ্টা করুন। আমি ব্যথিত,আমি লজ্জিত, যদি আমরা চেষ্টাটাও করতে পারতাম তাহলেও মনকে শান্ত্বনা দিতে পারতাম। দায়িত্বশীল ব্যক্তিরা যদি প্রয়োজন মনে করে, আমার সাধ্যমত সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ।



প্রিয় মুক্তাঞ্চলবাসির প্রতি ""খোলা চিঠি" | ইতিহাস বাচাও,মুক্তাঞ্চল বাচাও,নদী ভাঙন ঠেকাও, এই স্লোগানে আগুয়ান হও - Mnf Bitdut Sarkar



"সময় গেলে সাধন মিলবে না"

"সময় গেলে সাধন মিলবে না"
প্রিয় মুক্তাঞ্চলবাসির প্রতি ""খোলা চিঠি"
ইতিহাস বাচাও,মুক্তাঞ্চল বাচাও,নদী ভাঙন ঠেকাও, এই স্লোগানে আগুয়ান হও,
#চলো_চলো #ঢাকা_চলো ঠিকানা এবার মানবতার #মা
সত্যি বলতে দেশ স্বাধীনতা লাভের পর যতো সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে সব আমলেই আমরা অধিকার বঞ্চিত হয়ে আসছি অঞ্চলের সুবিধা বাদি কিছু নেতার কারনে। আমাদের টাকায় আমাদের উন্নয়ন হয়নি,হয়েছে অন্য অঞ্চল বা ব্যক্তি বিশেষদের।রাজিবপুর,রৌমারী দেশের গরিব অঞ্চল।(দেওয়ানগঞ্জ বাজেট এর অন্তর্ভুক্ত) সব চেয়ে বড় সমস্যা নদী ভাঙন।আর এই সমস্যা এখন ব্যাবসায় পরিণত হয়েছে,নদী ভাঙন রোধ করার জন্য অতীতে যেঁ ছোট ছোট বাজেট সরকার দিয়েছিল ,সেই টাকার ভাগ নিয়ে নেতা কর্মীদের মারামারি অনেক হয়েছে।অনেক সার্কাস নাটক হয়েছে,নেতা কর্মীদের গরিবদের প্রতি মিথ্যা প্রেম দেখে,আমাদের চোখ এখন অশ্রু সিক্ত তাই কান্না বন্ধ করতে চাই,আসুন অশ্রু মুছে ফেলি।৭২৯ কোটি টাকার যেঁ বাজেট নদী ভাঙন রোধের জন্য হয়েছে তা বাস্তবায়ন করার চেষ্টা করি,দ্রুত না করতে পারলে আমাদের দেশে ফাইলচাপার যেঁ অভিজ্ঞতা আমরা জানি, তাতে মনে হয় বাজেট বাস্তবায়নের আগে মুক্তাঞ্চল বিলিন হয়ে যাবে।তাই আর ভুল পথে নয়,কনো ভুল মানুষের কাছে নয়।আমি মনে করি সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপা ছাড়া আর কোন উপায় নেই।আমাদের তার শরণাপন্ন হতেই হবে স্বারকলীপির মাধ্যমে।। আমরা ঢাকাস্থ যারা আছি আসুন প্রেস ক্লাব এ একটি কর্মসূচির আয়োজন করে মানবতার মা কে বিষয় টি জানাই।তাহলে ইনশাআল্লাহ আমাদের নদী ভাঙন রোধের কাজ দ্রুত শুরু করা সম্ভব বলে মনে করছি। আপনি????নিজের জন্য নিজেরা লড়ি,আসুন নিজের বুকের রক্ত ক্ষরণ নিজেরাই বন্ধ করি।সেই সাথে বর্তমান সরকার কে বাজেট ঘোষনার জন্য নিপিরিত নিষ্পেষিত ছিন্নমূল মানুষের পক্ষ থেকে অভিনন্দন।আমাদের এই অস্তিত্ব রক্ষার দাবির সাথে স্থানীয় সকল নেতা কর্মী ও সকলের সাহায্য অনুপ্রেরণা কামনা করছি।।।প্রথমে এলাকায় টানা ১০ দিনের টানা বিভিন্ন কর্মসুচির পর ঢাকা অভিমুখে যাত্রা করবো,মনে রাখবেন এই দাবি অস্তিত্ব রক্ষার দাবি।।মুক্তি হোক বিবেকের মুক্তি হোক মানবতার। আল্লাহ্‌ হাফেজ,,,,,
Mnf Bitdut Sarkar
#মুক্তিরডাক #বাংলাদেশ

Friday 15 April 2016

ফিরে দেখা ২০১৪ সাল



সেবাই আমাদের লক্ষ্য - স্কাউট টিম রাজিবপুর পাইলট উচ্চ বিদ্যালয় ।

বন্যায় দূর্গতদের মাঝে ত্রাণ বিতরন ।

তারিখঃ ০১/০৯/২০১৪

সৌজন্যেঃ আলহাজ্ব আজিব উদ্দিন মাষ্টার

প্রধান শিক্ষক, রাজিবপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ।

কমিটি, রাজিবপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ।

উপজেলা প্রশাসন, রাজিবপুর, কুড়িগ্রাম ।







Friday 8 April 2016

রাজিবপুরে নদী এলাকাতে ব্যাপক চর সৃষ্টি হয়েছে

রাজিবপুরে নদী এলাকাতে ব্যাপক চর সৃষ্টি হয়েছে

রাজিবপুরে পাঁচটি চরের আস্থা নূর ডাক্তার


রাজিবপুরে পাঁচটি চরের আস্থা নূর ডাক্তার




রাজিবপুরে নির্বাচনের দাবীতে গণমিছিল




কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের দাবীতে ৩টি ইউনিয়নের, ইউনিয়ন পরিষদ নির্বাচনের দাবীতে গত বৃহস্পতিবার গনমিছিল করেছে এলাকাবাসি। বিকেল ৫ টার দিকে রাজিবপুর সদর, কোদালকাটি ও মোহনগঞ্জ ইউনিয়নের সাধারন জনগন নির্বাচন অনুষ্ঠানের দাবীতে বিক্ষোপ মিছিল করে। মিছিল শেষে স্থানীয় থানা মোড় চত্তরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক শফিউল আলম, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সিরাজ-উদ-দৌলা, সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া, যুবলীগ সভাপতি আজিবর রহমান মাষ্টার, সাধারন সম্পাদক আতিয়ার রহমান সোহাগ, হুমায়ুন কবির ছক্কু, কামরম্নল আলম বাদল, ছাত্রলীগ সভাপতি আশরাফুল ইসলাম বাবু, আব্দুল মান্নান প্রমুখ। উলেস্নখ্য রাজিবপুর উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ৩১ মার্চ অনুষ্ঠিত হওয়ার সকল প্রসত্মতি সম্পন্ন হলে তিনটি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সীমানা সংক্রামত্ম জটিলতার অজুহাত দেখিয়ে তা স্থগিতের আবেদন জানিয়ে হাইকোর্টে রিট করে। গত ১৩ মার্চ শুনানি শেষে, রাজিবপুর সদর, কোদালকাটি ও মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন আদালতের নির্দেশে স্থগিত হয়ে যায়। সংবাদটি দ্রম্নত এলাকায় ছড়িয়ে পড়লে সাধারন মানুষের মধ্যেতীব্র ক্ষোপের সৃষ্টি হয় এবং বর্তমান ইউপি চেয়ারম্যানদের বিরম্নদ্ধে বিক্ষোপ প্রদর্শন করে এবং তাদেরকে মিথ্যা মামলা প্রত্যাহার করে নির্বাচনে অংশগ্রহনের জন্য আহববান করেন।

রাজিবপুরের মাটি ও মানুষের তরুন নেতা জনাব শফিউল আলম, চেয়ারম্যান

রাজিবপুরের মাটি ও মানুষের তরুন নেতা জনাব শফিউল আলম,
চেয়ারম্যান, উপজেলা পরিষদ রাজিবপুর এর উন্নয়ন মুলক কাজের একাংশ ছবি







রাজীবপুরে নির্বাচনী সহিংসতা ছাত্রলীগ নেতার আঙুল কেটে নেওয়ার অভিযোগ



কুড়িগ্রামের রাজীবপুরের কোদালকাটি বাজারে তোতা মিয়া নামে এক মেম্বার প্রার্থীর ভাই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক টুলু মিয়ার (২২) বাম হাতের আঙুল কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় প্রথমে তাকে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভোট চাওয়ায় একই ওয়ার্ডের অন্য মেম্বার প্রার্থী পাপু মিয়ার দুই ছেলে ওই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কোদালকাটি বাজারে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে আহত টুলু মিয়ার ভাই শাহাদত হোসেন বাদী হয়ে রাজীবপুর থানায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো ৩০ জনের নামে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে রাতেই মামলা রেকর্ড করে লাল মিয়া (২৫) নামের একজনকে গ্রেপ্তার করে। ওই ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী ও সমর্থকদের মাঝে চরম উত্তেজনা রিরাজ করছে। অভিযোগ পাওয়া গেছে ঘটনাটি দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের হলেও থানায় আসামি করা হয়েছে বিএনপির লোকজনদের বিরুদ্ধে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বিএনপি নেতাদের মদদে ওই ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, কোদালকাটি ইউনিয়নের সাজাই খয়রাত মেম্বার পাড়ার ৭ নম্বর ওয়ার্ড সদস্য প্রার্থী হলেন জাতীয় পার্টি সমর্থক পাপু মিয়া (ফুটবল প্রতীক) এবং কোদালকাটি ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক তোতা মিয়া (মোড়ক প্রতীক) সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঘটনার দিন তোতা মিয়ার ভাই ছাত্রলীগ নেতা টুলু মিয়ার তার ভাইয়ের পক্ষে ও নৌকা মার্কায় ভোট চাচ্ছিলেন। এ সময় মেম্বার প্রার্থী পাপু মিয়ার দুই ছেলে শাহীনুর রহমান ও শাহজাদা মিয়া রামদা নিয়ে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে টুলু মিয়ার বাম হাতের একটি আঙুল বিচ্ছিন্ন করে নেওয়া হয়েছে। শাহীনুর ও শাহজাদা দুজনই ছাত্রদলের সদস্য বলে জানা গেছে।

এ ব্যাপারে কোদালকাটি ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হুমায়ুন কবির ছক্কু অভিযোগ করে বলেন, "ঘটনার আগ মুহূর্তে বিএনপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি নেতারা উসকানিমূলক বক্তব্য দেন। এরপরই ছাত্রদলের দুই কর্মী ছাত্রলীগ নেতার ওপর হামলা করে। এ ঘটনা পরিকল্পিত এবং উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা জড়িত রয়েছে।"

অপরদিকে, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমান জানান, ঘটনাটি দুই মেম্বার প্রার্থীর নিজেদের মধ্যে ঘটেছে। অথচ বিষয়টি অতিরঞ্জিত করে অন্যায়ভাবে বিএনপির নেতাকর্মী ও প্রার্থীকে জড়ানো হয়েছে। উদ্দেশ্যমূলকভাবে পাঁচ বিএনপিকর্মী ও প্রার্থীর নাম জড়ানো হয়েছে। যাতে নির্বাচনী মাঠে আমরা না থাকতে পারি। রাজীবপুর থানার ওসি প্রীতুষ কুমার জানান, ওই ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কোদালকাটি ইউপি নির্বাচন নৌকায় ভোট না দিলে মামলার হুমকি




কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকে ভোট না দিলে মামলার হুমকি দিচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী। সরেজমিনে গেলে বিএনপি প্রার্থীর কর্মীরা এ অভিযোগ করেন।


কোদালকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিম মাস্টার অভিযোগ করেন, সম্প্রতি ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) প্রার্থী জাতীয় পার্টির পাপু মিয়া ও আওয়ামী লীগের তোতা মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। এখানে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়। অথচ বিএনপির প্রার্থীকে নানাভাবে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের ভয়ে বিএনপির প্রার্থীর কর্মীরা গ্রামে গ্রামে ভোট চাওয়ার জন্য যেতে পারছে না। তাদের ভয়, থানায় অজ্ঞাত ৩০ জন আসামির মধ্যে ফাঁসিয়ে দেওয়া হতে পারে।


বিএনপির চেয়ারম্যান প্রার্থী ছবের উদ্দিন বলেন, ‘আমার কর্মীরা এখন আতঙ্কে। আওয়ামী লীগের প্রার্থী ও কর্মীদের ভয়ে আমরা প্রচার করতে পারছি না। কর্মীদের মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী হুমায়ুন কবির।’


সরেজমিনে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি প্রার্থীর এক কর্মী বলেন, ‘আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির ছক্কু বাজারে বলে বেড়াচ্ছেন, আমাকে ভোট দেবে না, যারা বিএনপির পক্ষে কাজ করবে তাদের মামলায় ফাঁসিয়ে দেব। এ কারণে মামলায় ৩০ জনের নাম উল্লেখ করা হয়নি। আমি যাকে ইচ্ছা তাকে ওই অজ্ঞাতদের মধ্যে ঢুকিয়ে দেব।’


এ বিষয়ে কোদালকাটি ইউপির আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির ছক্কু বলেন, ‘আপনি যেসব অভিযোগের কথা বলছেন, তা সত্য নয়। বরং ছাত্রদলের কর্মীরা আমার কর্মীকে কুপিয়ে আহত করেছে। তার হাতের আঙুল কেটে নিয়েছে।’



রাজীবপুর ইউপি নির্বাচন একই ওয়ার্ডে ৩ ভাই-বোনের ভোট যুদ্ধ

রাজীবপুর ইউপি নির্বাচন একই ওয়ার্ডে ৩ ভাই-বোনের ভোট যুদ্ধ
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে একই পরিবারের দুই সহোদর ভাই ও এক বোন একই ওয়ার্ডে প্রার্থী হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য পদে বড় ভাই পর্বত আলী (মোড়ক) ও ছোট ভাই আমির আলী (তালা) এবং একই ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে বোন ফরিদা ইয়াছমিন(তালগাছ) প্রচারণায় মেতে উঠেছেন। তিন জনেই নিজেদের পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থনা করছেন। এক ভাই ভোট প্রার্থনা শেষ না করতেই ছোট ভাই হাজির ভোটের জন্য। এমন ভোট প্রার্থনায় ভোটারদের মাঝেও কৌতুলের সৃষ্টি করেছে।

উপজেলার ধুলাউড়ি গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র তারা। নাম প্রকাশে অনিচ্ছুক ধুলাউড়ি গ্রামের এক ভোটার বলেন, এক ভাই ভোট চেয়ে বাড়ি থেকে যেতে না যেতেই আরেক ভাই হাজির ভোট চাইতে। সব ভোট তাগরেই দিমু আর মানুষের ইচ্ছা নাই? আমরা এক বাড়িতে সব ভোট দিতে পারি না। আরেক ভোটার বলেন, তারা তিন ভাই-বোন তো আছেনই। একই ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থীও তাদের নিকট আত্মীয়।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদে ওই দুই সহোদর ভাই ও সংরক্ষিত মহিলা সদস্য পদে বোন ফরিদা ইয়াছমিন প্রার্থী একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে বড় ভাই পর্বত আলী বলেন, আমি বাড়ির বড় সন্তান। আমি র্নিবাচনে দাড়ানোর ঘোষণা দিয়েছি অনেক আগেই। এরপর হঠাৎ করে ছোট ভাই আমির আলী কয় আমিও নির্বাচনে দাড়াব। তাকে নিষেধ করেছি কিন্তু সে মানে না। আর বোনের বিষয়টি আলাদা।

ছোট ভাই আমীর আলী বলেন, আপন ভাই হইলে কি হবে। আমরা তো এখন পৃথক সংসার করছি।

বোন ফরিদা ইয়াছমিন বলেন,আমার পদ সংরক্ষিত। এখানে পুরুষরা অংশ নিতে পারব না।

এদিকে উপজেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল কুদ্দুছ জানান, আগামি ৩১ মার্চ নির্বাচনের কথা থাকলেও আদালতে মামলার ঝামেলা থাকায় ঘোষিত তারিখে নির্বাচন নিয়ে সংশয় রয়েছে।